বরকলে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে জনপ্রতিনিধি,শিক্ষক,আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের নিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ,১৭ মার্চ জাতীয় শিশু দিবস,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা মার্চ) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল মডেল থানা প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত,আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিনিধি প্রভাষক রাসেল চাকমা,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা,সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,জাতীয় দিবস উদযাপনে সকলের অংশ গ্রহণ করা উচিৎ। দেশের উন্নয়নমূলক কাজে একে অপরের সমন্বয় সাধন হলে কোনো কাজে সমস্যা সৃষ্টি হয় না বলে মন্তব্য করেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।
সভাপতি বক্তব্য নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বরকল উপজেলায় এবারে জাতীয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপনে সকল দপ্তর ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতকরণে জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।