রাঙ্গামাটি জেলা পর্যায়ে ক্রিকেট খেলায় কাপ্তাই উচচ বিদ্যালয় চ্যাম্পিয়ান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা পর্যায়ে ক্রিকেট খেলায় কাপ্তাই উচচ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। বুধবার (২মার্চ ) রাঙ্গামাটি শুক্কুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরী ৫০ তম শীতকালীন ক্রীড়াপ্রতিযোগীতা/২২ ক্রিকেট খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ফাইনালে লংগদু উপজেলার রাবেতা উচ্চ বিদ্যালয়কে ৯ উইকেটে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
কাপ্তাই উচ্চ বিদ্যালয় ক্রিকেটে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ায় গৌরব অর্জন করায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ তাদেরকে অভিনন্দন জানান।