বরকলে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছেন বরকল থানা পুলিশ। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হোসেন,উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত, এএসআই ছেরাজুল ইসলাম, এএসআই মোঃ ছালেহ আহম্মদ, এএসআই মোঃ কবির হোসেন সহ ৬ জন পুলিশ ফোর্স নিয়ে মধ্য রাতে অভিযান চালিয়ে উপজেলার ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ মেহের উদ্দীন এর দুই ছেলে মোঃ মতি মিয়া ও মোঃ দুলাল মিয়া।
বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি কোর্টের সিআর ৩৯/২০ চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী।দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন নির্দেশনা পেয়ে থানার পুলিশ ফোর্স নিয়ে গত মধ্যে রাতে নৌযোগে অভিযান চালিয়ে বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাজাপ্রাপ্ত দুই আসামীকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ওসি মোঃ নাছির উদ্দিন।