লামায় পুলিশি অভিযানে অস্ত্র সহ যুবক আটক
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামা উপজেলার ফাইতং ইউনিয়নে শিবাতলী পাড়ায় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবাের (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংচিং থোয়াই মার্মা নামে একজনকে আটক করে লামার ফাইতং ফাঁড়ির পুলিশ। আটক অংচিং থোয়াই মার্মা (২৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।
ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক অপু দে জানান, অস্ত্র সহ যুকবকে দেখতে পেয়ে ফাইতং এলাকাবাসি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এসময় একটি পুলিশ টিম অভিযান চালিয়ে অংচিং থোয়াই মার্মাকে আটক করে। তাকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আটককৃত অংচিং থোয়াই মার্মা অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছেন। পরে স্থানীয় জনগণ ও ফাইতং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অস্ত্রসহ যুবককে আটক করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।