মহালছড়িতে মহিলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন

১২১

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে মহিলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা মানু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রাবনী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সচিব জিল্লুর রহমান, জেলা মহিলা জাতীয় পার্টির সদস্য সচিব কামরুন নাহার লাকী, সাংগঠনিক সম্পাদক সুমিতা বর্মণ, জেলা জাতীয় পার্টির সদস্য মোশারফ হোসেন।

আলোচনা শেষে সানু মারমাকে আহবায়ক, যুগ্ম আহবায়ক মাধবী চাকমা ও জোছনা আক্তারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।