বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপ-ও নাই
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউগ্গা…
তিন পার্বুত্য জিলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করিয়াছে পাহাড়বাসী। স্কুল, কলেজ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলাইন শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়া জানাইয়াছেন বিনম্র শ্রদ্ধা। হ¹ল ভাষা শহীদদের শান্তি সদগতি কামনা করিয়াছে।
ময়া জেঠা কহিলো, আমাগো মাদার ডিস্ট্রিক্টের ক্ষেমতাধর পোলারা খালি আকামই করিয়া যাইতেছে। ক্ষেমতারে পাইয়া ললিপপের মতন খালি চুষিতেছে। রং বেরঙের লিপিস্টিক লাগানো ক’জন ললিতা বহুতের কলার ধরিয়া টান দিয়াছে। এমুন কাইজ কাম চলিতেছে মনে হইতেছে চোরের দশ দিন গৃহস্থের এক দিন। যা মনে হইতেছে এইবার ফষ্টিনষ্টি বহুতে ধরা খাইবে। আমাগো বহু নেতার পিছনে গুরিন্দা লাগাইয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
মংসি জেঠা কহিলো, বান্দরবানের রুমার গ্যলেংগা ইউনিয়নে জমি বিরোধ লইয়া স্থানীয় কারবারী লগে তাইনের চাইর সন্তানরে প্রতিবেশীরা পিটাইয়া আর কোপাইয়া হত্যা করিয়াছে। ৫ হত্যার ঘটনা লইয়া হেই উপুজিলায় চরম হতাশা দেখা দিয়াছে। লোকাল জেঠা-জেঠিরা কহিলো কারবারী ল্যাংরুই ম্রো (৬০) এর সহিত পাড়াবাসীর বিভিন্ন জনের লগে জমি নিয়া দীর্ঘ বছর ধরিয়া বিরোধ চলিতেছিল। গেল শুক্রবারও জমি নিয়ে বিরোধের জের ধরিয়া হ¹লেই বাসাবড়িতে আসিলে আবারো বাকতিবন্ডা দেখা দেয় পরে গড়াইতে গড়াইতে একপর্যায়ে রাইত দশটায় হত্যা কান্ডের ঘটনা ঘটিয়া যায়। তয় পুলিশ বাইশ জনকে আটক করিয়াছে। নিজেগোর মইধ্যে জমি লইয়া এহেন আচরণ হ¹লকেই হতবাক করিয়াছে, চিন্তায় আছি…
খান জেঠা কহিলো, রাঙ্গামটির রাজস্থলী উপুজিলায় ভাঙ্গাচোড়া, ফিটনেস বিহীন গাড়ির অত্যাচার চলিতেছে। লাইসেন্স ছাড়াই মালিকরা গাড়ি চালাইতেছে চালক দিয়া। অধিকাংশই জীপ, মিনি ট্রাক, টি এস যানবাহনের নাই বৈধ কাগজপত্র। চালকরা এইসব ভাঙ্গাচোড়া গাড়ি লইয়া যাত্রীগোর উপর অত্যাচার চালাইয়া গেলে দেখনের কেহই নাই। যা মনে হইতেছে রাজুস্থুলী উপুজিলায় সড়কে ভঙ্গাচোড়া আর ফিটনেসবিহীন গাড়ি ও চালকের অত্যাচার চলিতেছে, চিন্তায় আছি…
ফজলু জেঠা কহিলো সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ ঘটনায় বিচারিক আদালত মোঃ ফারুখ (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়াছেন। গেল মঙ্গলবার রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক আদালত এই রায় দিয়াছেন। কথা হইলো আইন-আদালত নারী ধর্ষণ, নির্যাতন বন্ধে কঠোর লগে আমাগো সমাজকেও কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
থোয়াই জেঠা কহিলো, খাগড়াছড়ির সাতভাইয়া পাড়ায় সন্ত্রাসীরা গুলি করিয়া এক বৃদ্ধকে হত্যা করিয়াছে। গেল বৃহস্পতিবার রাইতে নিজ ঘরের উঠোনে আগুন জ্বালাইয়া শীত নিবারণের সময় অস্ত্রধারীরা অতর্কিত হুলি চালালে তন বিহারী চাকমা (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পোলা সুমন জেঠা কহিলো তার বাবারে কারা হত্যা করিয়াছে চিহ্নিত করিতে পারে নাই। মনে হইতেছে পাহাড়ে বহুতের কাছে মানবিক আর ধর্ম জ্ঞানও লোপ পাইয়াছে। আমাগো আইনসৃংখলা বাহিনীরে আরো কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
দহন জেঠা কহিলো, খাগড়াছড়ির পাহাড়ের নয়টি উপজেলাই চিকিৎসক সংকটের কারনে সেবা বঞ্চিত হইতেছে পাহাড়ের জেঠা-জেঠিরা। প্রত্যন্ত পাহাড়ের জেঠা-জেঠিরা রোগী হইয়া পড়িলেই মহা চিন্তায় রাইত দিন কাটাইতেছে। হাসপাতালে যাইয়া ডাক্তার না থাকিলে সেবাও নাই। অর্থ পেশী উভয় শক্তি হ¹লই লোকসান। সেবা বঞ্চিতরা উপরওয়ালার আশির্বাদ ছাড়া কোন উপায়ও নাই। তার মইধ্যে করোনাতো স্ট্রীম রোলা চালাইয়াই যাইতেছে। স্বাস্থ্য বিভাগে একশ উনত্রিশ চিকিৎসক থাকনের কথা থাকিলেও আছে মাত্র চুয়াত্তর। তয় যা মনে হইতেছে খাগড়াছড়ি পাহাড়ে হেই পুরনো চুয়াত্তর চলিতেছে, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, লামায় ভুমি জালিয়াতের দলের চক্রে পড়িয়া বহুতে তলে তলে ভুমিহীন হইয়া যাইতেছে। এইসব ভুমিহীদস্যুদের বিরুদ্ধে ভুমিহীনরা এখন রাস্তায় নামিয়াছে। গেল সমবার স্থানীয় ভুক্তভোগী জেঠা-জেঠিরা মানববন্ধন করিয়া হুঁশিয়ারী জানাইয়াছে। তাইনেরা আপত্তি করিয়াছে প্রমাসনের ভুমি শাখায় ভুমি জালিয়াত চক্রের শয়তানের দল বাসা বান্ধিায়াছে। এই চক্রের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না লইলে চরম খবর আছে। যা মনে হইতেছে ভুমি লইয়া এখুন তুমি আমি হইতে হইতে লাঠি সোঁটাও লইয়া ছুটিবে, চিন্তায় আছি…
হক জেঠা কহিলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হইতে মাদক ইয়াবার চির বিদায় হইবে না। ক’দিন পর পরই খালি চালান ধরা খায়। ইয়াবার টেলায় সামাজের যুবকরাতো বহুতে শান্তিতেও নাই। খালি অভিযোগ কারবারীগোর আকামে নীরিহরাও এলাকায় থাকিতে পারিতেছে না। কথা হইলো সীমান্ত ছিড়া ফাঁটা হইলে বাইরের বহুতে এইখানে পড়ন্ত হইবে। তয় সন্ত্রাসী, চোর-ডাকাইতের আনাগোনা বন্ধ করিতে সীমান্ত শক্ত করিয়া বাঁধিতে হইবে না হইলে আম-ছালা দুটোই খোঁয়া যাইবে, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। বহুতে নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। চলিতেছে ইউপিতেও ফটাফাটি। যোগ হইয়াছে মনিকা। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৭ ফেব্রুয়ারী, ২০২২ খ্রিঃ