বরকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে সকল জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় বক্তারা এসব কথা উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন, প্রেসক্লাব সভাপতি শান্তি ময় চাকমা, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা প্রমূখ।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,রাঙ্গামাটির অন্যান্য উপজেলার চেয়ে বরকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। এখনও পর্যন্ত বরকলে অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরোও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব বাজার ব্যবস্থাপনার প্রতি যত্নশীল হতে বাজার পরিচালনা কমিটির সভাপতিকে আহ্বান জানান।
এছাড়াও বরকল উপজেলায় শতভাগ টিকা গ্রহণে জনপ্রতিনিধিদের তৎপর থাকতে বলেছেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
বক্তারা,আইনশৃঙ্খলা সভায় চোরাচালান, মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সার, জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
এসময় বরকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মাজহারুল, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা, বরকল ৪৫ বিজিবি জোন কমান্ডার প্রতিনিধি ও ১২ বিজিবি জোন এর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।