কাপ্তাইয়ে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুন উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১টায় নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান প্রধান অতিথি উপস্থিত থেকে ওই বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি বিএনসিসি পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন এবং পরে তিনি ক্যাডেটদের উদ্যোশে বক্তব্য রাখেন।
এসময় কর্ণফুলী রেজিমেন্টের চট্টগ্রামের কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার এম মামুনুর রশিদ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নূরে আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বিএনসিসি নৌ উইং উপ- পরিচালক লেঃ কমান্ডার কাজী ইফতেখার হোসেন, চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ গোলাম মোহাইমেন সহ পদস্থ সামরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।