[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

৪৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থীর একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৩ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহীর কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মানব-বন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তফা আলী রিগান ও ১০ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রিদুয়ানুল ইসলাম সহ ৩ জন শিক্ষার্থী। মানববন্ধনে তারা বলেন, ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য মাত্র ৪ শিক্ষক। তার মধ্যে প্রধান শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ইংরেজি, কৃষি, ধর্মীয় ও ব্যবসায়িক শাখার বিষয় ভিত্তিক কোন শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। এর মধ্যেই গণিত, বাংলা, বিজ্ঞান বিষয়ক শিক্ষক অন্যত্র বদলি হলেও তাদের পরিবর্তে নতুন কোন শিক্ষক পদায়ন করা হয়নি। তারা আরও বলেন, দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার ভরসাস্থল এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক না থাকায় আমরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। তাই অতিদ্রুত শিক্ষক নিয়োগের জোর দাবি জানানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া জরুরী ভিত্তিতে শূন্যপদে বিষয় ভিত্তিক শিক্ষক পদায়নে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পত্রও দিয়েছেন।