[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানরাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়লংগদুতে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানসম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসক
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

৪৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থীর একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৩ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহীর কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মানব-বন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তফা আলী রিগান ও ১০ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রিদুয়ানুল ইসলাম সহ ৩ জন শিক্ষার্থী। মানববন্ধনে তারা বলেন, ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য মাত্র ৪ শিক্ষক। তার মধ্যে প্রধান শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ইংরেজি, কৃষি, ধর্মীয় ও ব্যবসায়িক শাখার বিষয় ভিত্তিক কোন শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। এর মধ্যেই গণিত, বাংলা, বিজ্ঞান বিষয়ক শিক্ষক অন্যত্র বদলি হলেও তাদের পরিবর্তে নতুন কোন শিক্ষক পদায়ন করা হয়নি। তারা আরও বলেন, দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার ভরসাস্থল এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক না থাকায় আমরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। তাই অতিদ্রুত শিক্ষক নিয়োগের জোর দাবি জানানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া জরুরী ভিত্তিতে শূন্যপদে বিষয় ভিত্তিক শিক্ষক পদায়নে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পত্রও দিয়েছেন।