শিরোনাম
বান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দদীঘিনালায় শান্তিপূর্ণ ভাবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্নসরকারি রাজস্ব আদায়ে হেডম্যান-কারবারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: বিভাগীয় কমিশনারখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার ঘনফুট বালু জব্দরাঙ্গামাটি আসনে মনিস্বপন দেওয়ানের বিকল্প নয়, দীপেনেরও যোগ্য সম্মান পাওয়া উচিৎসবার প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে, রাঙ্গামাটিতে এআইজিপিঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দীঘিনালায় ব্যবসায়ীদ্বয়কে ১লক্ষ টাকা জরিমানাবাঙ্গালহালিয়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় শীতের আগাম সবজি চাষে লাভবান কৃষকরাদীঘিনালায় ৫৪তম সমবায় দিবস উদযাপন

বরকলে গরু চড়াতে বাঁধা দেয়ায় মারধরের শিকার যুবক

৭০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে জমির উপর গরু চড়াতে বাঁধা দেয়ার কারণে স্থানীয় কিছু উচ্ছৃংখল ব্যক্তি কর্তৃক এক স্থানীয় যুবক অমর কান্তি চাকমাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারী উপজেলার আইমাছড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের কলাবুনিয়া পাশ্ববর্তী বাঙ্গালটিলা এলাকায় ৫ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে এ ঘটনা ঘটায় বলে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে। আহত অমর কান্তি চাকমা (৩৫) চাকমা বাঙ্গালটিলা, আমবাগান গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার শিকার অমর কান্তি চাকমা অভিযোগ করে জানান, তাদের চাষাবাদ করা জমিতে গরু না চড়ানোর জন্য বহুবার মালিকদের অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা কথা শোনেননি। এত করে বলে দেয়া সত্বেও জমির উপর খোলামেলাভাবে তারা গরুগুলো ছেড়ে দেন। এতে জমির ফসল অনেকটা ক্ষতি হয়। এই সমস্যাটি ছিল দীর্ঘদিনের। ঘটনার দিনও গরুগুলো জমির উপর খোলামেলাভাবে চড়তে দেখে গরু মালিকদের বাড়িতে এগিয়ে দিয়ে আসেন। এরপর তিনি নিজের জমিতে মাটি কাটার কাজ ধরেন। পরবর্তীতে গরুর মালিকপক্ষরা সাড়ে তিনটার দিকে তাকে খুজতে চলে আসে। এরপর আমি কেনো গরুগুলো বাড়িতে তাড়িয়ে দিয়ে এসেছি তারা এই কথা বলতেই মোঃ মাজহারুল( দুর্জয়), মোঃ আকাশ, মোঃ আরিফ, মর্জিনা বেগম ও টুনি সহ ৫জন মিলে তার উপর আক্রমণ করে। এতে তিনি পাজরের ডান পাশে ও বুকে আঘাত পায়। ওই ঘটনার খবর পেয়ে স্নেহ কুমার চাকমা নামে এক ব্যক্তি দৌড়ে এসে তাকে উদ্ধার করায় প্রাণে বেঁচে যান বলে জানান।

এ ঘটনার ব্যাপারে মোছাঃ মর্জিনা বেগম জানান, গরুগুলো ঘাস খাওয়ানোর জন্য এক ব্যক্তির অনাবাদি জমির উপর বেঁধে রাখা গরুগুলো বাঁধন খুলে দেয় এবং চড়াতে বাঁধা প্রদান করে। পরে তার ছেলে মাজহারুল এর সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জনৈক হাম নামে ব্যক্তির হাতে থাকা দা দিয়ে তার ছেলেকে আঘাত করে। আর নিজেকে রক্ষা করার চেষ্টা করলে বাম হাতে আঘাত পায় মাজহারুল। তবে তার সাথে পূর্বে কোনো শত্রুতা ছিল না বলে তিনি উল্লেখ করেন।

বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ রিকন চন্দ্র পাল বলেন, মারামারি ঘটনায় দুজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে অমর কান্তি চাকমার পাঁজরের ডান পাশে খিল ঘুসির আঘাতের চিহ্ন রয়েছে। অপরজন মোঃ মাজহারুল এর বাম হাতে ক্ষতস্থানের চিহ্ন পাওয়া যায়। এখন তারা প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।