শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলার চিংম্রং বুদ্ধ বিহাওে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপনবান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দদীঘিনালায় শান্তিপূর্ণ ভাবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্নসরকারি রাজস্ব আদায়ে হেডম্যান-কারবারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: বিভাগীয় কমিশনারখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার ঘনফুট বালু জব্দরাঙ্গামাটি আসনে মনিস্বপন দেওয়ানের বিকল্প নয়, দীপেনেরও যোগ্য সম্মান পাওয়া উচিৎসবার প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে, রাঙ্গামাটিতে এআইজিপিঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দীঘিনালায় ব্যবসায়ীদ্বয়কে ১লক্ষ টাকা জরিমানাবাঙ্গালহালিয়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

জমি বিরোধের জেরে বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে হত্যা

৭০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাসহ চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। নিহতরা হলেন, রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো (৬০) ও তার ছেলে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।

শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমার গ্যালেংগার আবুই পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশীদের সঙ্গে কারবারী পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা ধারালো অস্ত্র নিয়ে কারবারী ও তার ছেলেদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ল্যাংরুই ম্রো ও তার চার ছেলে মারা যায়।

বান্দরবানের রুমার গ্যালেংগা ইউপির চেয়ারম্যান মেনরত ম্রো জানান, প্রতিবেশীদের সঙ্গে পাড়া কারবারীর জমি নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরেই পাড়া কারবারী ও তার চার ছেলেকে কুপিয়েছে প্রতিবেশীরা। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।

বান্দরবানের রুমা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজী রকিব উদ্দিন জানান, জমি বিরোধের জেরে পাড়াবাসীরা বাবা ও ছেলেসহ পাঁচজনকে কুপিয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো ও তার চার ছেলের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।