বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে রাঙ্গামাটিতে মোঃ ফারুক (৪০) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকার জরিমানা করেছেন, রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মোঃ ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি গর্ভবতী হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে সন্তান প্রসবের তিনদিন পর নবজাতকের মৃত্যু হয়। ডিএনএ টেস্টে নবজাতকের বাবা মোঃ ফারুক প্রমাণিত হয়।
রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম জানান, আগামী ৯০ দিনের মধ্যে অর্থদন্ডের টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ ভিকটিমকে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।