খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন আইজিপি ডা. বেনজীর আহমেদ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডা. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ির পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খাগড়াছড়িতে নারী পুলিশের ব্যারাকের উদ্বোধন ও পুরুষ পুলিশ ব্যারাকের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা সদর উপজেলার ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, মানিকছড়ি থানা ও লক্ষ্মীছড়ি থানার নবনির্মিত ভবনের উদ্বোধ করেন। পরে পুলিশ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুল ইসলাম ও খাগড়াছড়ি পুলিশ সুপার আবদুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পার্বত্য জেলা খাগড়াছড়িতে এটিই তার প্রথম সফর।
এ সময় তিনি খাগড়াছড়ি লাইন্সে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক চুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬ তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ভার্চুয়ালি মানিকছড়ি থানা ভবন, লক্ষীছড়ি থানা ভবন, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে ও আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করার পর বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ’র আগমনে খাগড়াছড়ি জেলা পুলিশের মাঝে উৎসবের আমেজের পাশাপাশি আইজিপি ড. বেনজীর আহমেদ’র প্রথম সফরে উচ্ছ্বসিত পুলিশ সদস্যরা।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর আগমনে খাগড়াছড়িতে জেলা পুলিশে উৎসবের আমেজের পাশাপাশি আইজিপি ড. বেনজীর আহমেদ এর প্রথম সফরে উচ্ছ্বসিত পুলিশ সদস্যরা।