নাইক্ষ্যংছড়িতে ২১লক্ষ টাকার ইয়াবাসহ ২মাদক কারবারি আটক
॥ মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও গাড়িসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) ভোরে উখিয়ার টিভি টাওয়ারের বিপরীতে উপজেলার ঘুমধুম ইউপির ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এসময় কক্সবাজার মুখী একটি লেগুনা গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার সময় চালকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরংয়ের হায়দার আলী মিয়াজি পাড়ার মোসলেহ উদ্দিন বাড়ীর বশির আহমদের ছেলে মোঃ ওমর ফারুক (২১) ও পেকুয়া উপজেলার পূর্ব কোরালখালীর নাজিমের বাড়ির নুরুল ইসলামের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৩)। আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মতে গাড়ীতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত লেগুনা গাড়ীটি জব্দ করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, সন্ত্রাস, মাদক ও চোরাকারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।