[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৬০

চালাইবার আগে পাহাড়ের হ¹ল ফাটা-ছেড়া-ছিদ্র,মেয়রতো তিনশ আইনজীবি দিয়াও জামিন না

৮২

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৬০ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।

শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….

মা’জননীগো, মাদারডিস্ট্রিক্টের আমামীলীগের অংগসংগঠনের বহুতের নানান কিছিমের চরিত্র লইয়া দাদু-দিদিগোর চোখ কপালে। মনিকা আমাগো মেয়র দাদুর বিরুদ্ধে রাজধানীর প্রেস ক্লাবে বিশ্রী কিচ্ছা কাহিনী পরে নাকি আদালতে টুকাইয়াছে। রাজধানীর হাই কোর্টের রোকন দাদু কহিলো মনিকার করা অভিযুগ তদন্তে আদালত পিবিআই’র দাদুগোরে নাকি আদেশ করিয়াছেন। এই কাহিনী লইয়া সিনিয়ির বৃন্দরাতো এইবার মাথা চুলকাইতেছে। ক্ষেপা নাগরিক দাদুরা কহিলো অদৃশ্য না দৃশ্য পস্ট করিতে হইবে। মা’গো মাদারডিস্ট্রিক্টের আকাম কুকামকারীগোর বিষয় আশয়ে গুরিন্দা দিয়া হ¹ল কোনায় ঘুঁটা দেন, দেখিবেন ফত্ ফত্ করিয়া চান্দের মতন দাঁড়াইবে।

মা’গো বান্দরবনের থানচির পাহাড়ে সন্ত্রাসীগোর গুলিতে সেনা কর্তার শাহাদাৎ বরনের ঘটনার বিচারে পাহাড়ের নাগরিক দাদুরাতো বিক্ষোভ চালাইয়াছেন। গোলাগুলির ঘটনায় নিহত অজ্ঞাত তিন সন্ত্রাসীর দাফন হইয়াছে বৌদ্ধ শ্মশানে। হেইখানের দাদু-দিদিরা কহিলো সন্ত্রাসীগোর পারিবারিক পুরিচয়ও উৎঘাটন করনের দরকার। মাদক কারবারী, চোরাকারবারী, অপশক্তির দল, সন্ত্রাসীগুষ্টি রক্তচোষা চোঁকের মতন খালি চুষিয়াই যাইতেছে। চিরুনী অভিযান চালাইবার আগে পাহাড়ের হ¹ল ফাটা-ছেড়া-ছিদ্র সাঁটাইয়া দিতে স্বরাষ্ট্র দাদুরে আদেশ করিবেন।

মা’গো কানাডায় আশ্রীত বঙ্গবন্ধুর খুনি নূরকে আহ্বান করিলেই হইবে না রীতিমতন কাজ চালাইয়া যাইতে হইবে। মোমেন দাদুতো কহিলো কানাডাতো সন্ত্রাসীগোর আশ্রয় দাতা হইতে পারে না। বার্তা হইলো কানাডা যদি নাই পারে তয় আহ্বানের কথা কেন। জেল হত্যা মামলার খালাস পাওয়া সন্দেভাজন সাবেক হাই কমিশনার খায়রুজ্জামান বিষয়ে পস্ট করনের দরকার। স্বাধীনতা বিরোধীগোর বিষয়ে গুনাক্ষরে হজাগ থাকিতে হইবে। মুক্তিযোদ্ধা দাদাুরাতো কহিলো টানা একমাস কাজ চালাইয়া গেলে আশার দফা-রফাতো হইবেই। মা’রে ওসি প্রদীপ-লিয়াকত গংদের চালকের ফর্দও পস্ট করনের দরকার। কক্সবাজারের অসহায় বহুতে মা-বাপ-ভাই-বোন আত্মীয় স্বজনের নামে খাল্লি বিলাপ ধরিয়া, বুক চাপড়াইয়া কাঁন্দিতেছে। কথায় কহে পাপে বাপেরেও ছাড়ে না। দেশের পুলিশের ভাবমুর্তি ক্ষুন্নে পশ্চাদের সারিতে কারা জাতিতো দেখিতে চাহে।

মা’জননীগো জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরনে দূর্নীতিতো প্রধান বাধা হইয়া দাঁড়াইয়াছে। দেশের উন্নয়নে আপুনার অর্থ শক্তিতো খালি উছুঁট খাইতেছে। দুদকরে ভৎসনা করিয়াছে হাইকোর্ট, তয় দুদক বিশ্ব সেরা পুতিষ্ঠান হিসাবে খ্যাতি পায় মতন কাজ চাইলাইতে হিরের মতন কর্তা-কর্মচারীর দেন। দেশের উন্নয়ন বিরোধী রাক্ষস-খোক্ষসের দলতো চরম ভারী হইয়াছেই বলিয়া মনে হইতেছে। যেইভাবে অর্থ লুট করিতেছে মনে হইতেছে লুটেরার দল ফাগুনের পাতা ঝড়া স্তুপের মতন হইয়াছে। দুলা দাদু কহিলো লূটেরা পিকে হালদারে লগে নাকি উনত্রিশ যোগ হইয়াছে। হাইকোর্টে চাঁদপুরের চেয়ারমন সেলিমের ভুয়া তথ্যপত্য। কবির দাদু কহিলো চোরের দল ভবিতেছে আদালত অন্ধ। দুদুকের জালে মুমিন-লোকমানের অবৈধ সম্পদ। ইউসুফ দাদু কহিলেন, গাজিপুরে বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের নামে ব্যাংকে কুটি কুটি টাকা লেনদেনের ভুয়া হিসাব। কুমিল্লায় মহিউদ্দিন চেয়ারমনের হাতে কৃষক খুন। হাজি সেলিম দাদুর শেষে ফুলস্টপ দেন। রং দেখিতে পুলিশ কর্তার বিদেশ যাত্রা নতুন করিয়া বালিশ কান্ড হইবে কিনা দেখিবেন। দুর্নীতি রোধ করিতে জিলা-উপুজিলা-ইউনিয়নেও জোরসে ধাক্কা লাগান।

মা’গো দেশে প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় দাদু-দিদিরা মরিতেছে হেই লগে বিআরটি এ ভুয়া লাইসেন্স চক্রের পল্লাও নাকি ভারি হইয়াছে। ফাহিমরে ভুয়া এইচআইভি রোগী বানাইয়া উন্নয়ন বঞ্চিত করিয়াছে এলাইড ডায়াগনষ্টিক। দেশের হ¹ল ডায়াগনষ্টিকে বিশেষজ্ঞ দিয়া তল্লাসী চালাইতে আদেশ করিবেন। কলেজ ছাত্রী মুনিয়া হত্যার ইন্ধনে মিমের পর আরো কারা পুরিস্কার করিতে আদেশ করিবেন। রেজা দাদু কহিলো দেশে বেকারের বৃদ্ধিত সংখ্যা মিছিলে যাইতেছে। মেট্রোরেলের ব্যয় আর ভাড়ার সাথে মিলিতেছে না। দেশে ষাটোর্ধ্বদের পেনশন যেন মা’য়ের ভালোবাসার হাতছানি, প্রতিবুন্ধি তামান্নার জইন্য আপুনার ভালোবাসাই কহিলো আপুনিই বঙ্গমাতা। দেশের কৃতি সন্তান ক্ষুদে উদ্ভাবক ঝুটনদেরও টানিয়া লইবেন।

মা’রে নির্বাচন কমিশনের কাজ চালইতে চালকের আসন শক্ত করিতে হইবে। যে যাই বলুক চালেওতো ধান থাকে এই সত্যি মানিতে হইবে। দেশের দাদু-দিদিরা বিএনপি’র সময়ের নির্বাচনওতো দেখিয়াছে। তাইনেরা বহুত লডর ফডর করিয়াছিল।

মাজননীগো দেশের নানান কিচিমের শয়তান আমাগো মা-বোনদের ইজ্জত লইয়া টানটানি চালাইতেছে। গাড়িতে ডাকাতি চালাইয়া শেষে দুই নারীরে ধর্ষণ করিয়াছে। চাকরির প্রলোভেনে বিদেশে নারী বিক্রি। মা-বোনদের উপর রক্তচোষা জোঁকের দলের আক্রমন কিভাবে চলিতেছে। তয় দেশের নারীর উপর যেই বিভৎস ঘটনা চলিতেছে এইসবের বিচার দ্রুত করিতে কড়া ওয়ার্ডার দিবেন। নূর দাদু কহিলো অর্থ লুট, নারী ধর্ষণ, হত্যা, প্রতিহিংসা পরায়ন রাজনীতিতে সাধারনরা বলির পাঁটা হইতেছে। আমাগো মহিলা পুরিষদের দাবি গেল একুশ সালে দেশে শুধু সাড়ে বরোশ শিশু ধর্ষণের শিকার হইয়াছে। এইসব বিষয়খানা লইয়া দয়া করিয়া কঠোর অস্থানে যাইবেন।

মা’গো দেশের উচ্চ শিক্ষা পুতিষ্ঠান লইয়াও ভালা করিয়া চিন্তা করনের দরকার। বহুতে দেখি অতি উৎসাহে পুতিষ্ঠানরে বেকায়দায় ফালাইতেছে। পোলা-মাইয়া শ্রেণী কক্ষে না থাকিয়া রাস্তায় নামিতেছে কেন্ অভিভাবকগোর কুইশান। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কামরুজ্জামান দাদু বায়ুদূষণ ঘটনায় নির্মল বায়ুর জইন্য একশ দুইশ নয় আটশ দুই কুটি টাকা নাকি জলেই গিয়াছে। আমাগো গবেষক দাদুরা কহিলো দেশে লবনেও নাকি প্লাস্টিকের কণা মিশাইতেছে। তয় অনেকটা প্রাকৃতিকভাবে পাওয়া লবণে দেখি চোরের থাবা। দেশের দাদু-দিদিগোরে টিকা দিতে কতো হীমশিম খাইতে হইছে এখুন দেখি উল্টো পিটাইতেছে, কি তামাশারে। স্কুল আর পড়া-লেখার ভারসাম্য এক্কেবারে লয়ার পার্টেই যাইতেছে। মা’রে এখুন ঘরে ঘরে ঢুকিয়া টিকা মারনের দ্রুত ব্যবস্থা লইবেন। পোলা-মাইয়ারা ঘরে থাকিলেই যে রোগ মুক্ত হইবে তার নিশ্চতাইবা কি।

মা’গো চাঁটগার সাতকানিয়ায় ইউপি’র আট যোদ্ধারে র‌্যাব হাতকড়া পড়াইয়াছে। মাশআল্লা এই যোদ্ধারা মনে হইতেছে বহুত পুরানা যোদ্ধা। পাঁচ ভাই হত্যায় পিকাপ চালকের কঠিন শাস্তি নিশ্চিত করিতে আদেশ করিবেন। কক্সবাজারের পেকুয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালার পিছনে কারা। মোবাইল চুরিতে পুলিশের কনস্টবল দাদু-দিদিরা ছিঃছি করিতেছে। কিশোর যুবক গ্যাংকতো বেপরোয়া হইয়াছে, মুবাইলের জইন্য পতেঙ্গার আলমরে খুন করিয়াছে। চমেকে সরকারি ঔষুধ পাচার হইতেছে। প্রতারণায় জড়িত আট পুত্রিকার সাংবাদিক হামিদ তাইনের মতন টাউট বহুত হামিদ রহিয়াছে তাঁগো হাতেও হাতকড়া দেওনের দরকার। আমানতের শত কুটি টাকা ফেরত পাইতে রাস্তায় গ্রাহক। মাদক স্থলপথে টাকা উড়োন্ত পথে, এক কেজি আইস সহ ইউনুস আটক, শীর্ষ সন্ত্রাসী ইয়াকুব আটক। চাঁটগাঁর এক লুটেরা মেয়রতো তিনশ আইনজীবি দিয়াও জামিন না পাইয়া হাজতে গেছেন। তয় শিশু লইয়া ইউএনও শেখ জোবায়ের চমৎকার সৃষ্টি করিয়াছে।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ২০ ফেব্রুয়ারী, ২০২২ খ্রীঃ