[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

১,৬৯৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়ির ধুমনীঘাট নতুনপাড়া এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টায় মহালছড়ি উপজেলার ধুমনীঘাট নতুনপাড়া এলাকা হতে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী, অবৈধভাবে চাঁদা উত্তোলন ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনাকারী কল্প রঞ্জন চাকমাকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্তর্ভুক্ত মহালছড়ি সদর জোনের জোন কমান্ডার এর নেতৃত্বে এক বাড়িতে অভিযান চালিয়ে ধুমনিঘাট নতুন পাড়ার লাহেন্দ্র চাকমার ছেলে কল্প রঞ্জন চাকমাকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামসহ আটক করে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, নগদ ৪ হাজর ৭ শত ৩০ টাকা, ২টি মোবাইল ফোন (বাটন), ১টি ব্যাগ, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে মহালছড়ি সেনা জোন কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র, এ্যামোনিশন এবং নথিপত্রসহ মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে মহালছড়ি সদর জোন কমান্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা সম্প্রতি অত্যন্ত গোপনীয়তার সাথে অত্র জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে, এই মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র জোন কর্তৃক নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অত্র জোন কর্তৃক টহল পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়। উক্ত কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং পরিকল্পনাকারীদেরকে জোনের আওতাধীন এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না এবং এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রসিদ বই সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে অস্ত্র মামলা রুজু করে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হবে।