বান্দরবানে অসহায় পরিবার মাঝে শীতবস্ত্র ও চাদর বিতরণ
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে শীতার্ত, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা।
এসময় শীতার্ত দুঃস্থ অসহায় মানুষের ৩শত ১২টি চাদর ও ১শত ৮১টি শিতবস্ত্র কম্বল প্রদান করা হয়।
বিতরনী অনুষ্ঠানে ৪নং সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা সভাপতিত্বে সুয়ালক ইউনিয়নের সচিব ক্যমংহলা মারমা, ১নং ওয়ার্ডের মেম্বার মো.ছফুর, ২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দীন, ৫নং ওয়ার্ডের মেম্বার শৈক্যহ্লা মারমাসহ সর্বসাধারণ সুবিধাভোগী ইউপি’র সদস্য-সদস্যাগণ ও গ্রাম পুলিশগণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।