[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

ধর্ষণের চেষ্টার অভিযোগে রাঙ্গামাটিতে ৬৫ বছরের বৃদ্ধকে কারাদন্ড

১৩২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে রাঙ্গামাটিতে ৬৫ বছর বয়সী শহীদ মল্লিক নামের এক বৃদ্ধকে আট বছরের কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছেন, রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে এ রায় প্রদান করেন,রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন। একই মামলায় ডিএনএ আলামত গ্রহণে গাফিলতির দায়ে সিআইডি’র ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামে রিপন সিকদারের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে আসামি শহীদ মল্লিকের দোকানে ঘরের জন্য পণ্য কিনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের শিকার হয়। পরে শহীদ মল্লিকের বিরুদ্ধে মেয়ের বাবা রিপন সিকদার নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম জানান, শহীদ মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ) ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ আইন অনুযায়ী ৮ বছরের কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। অর্থদন্ডের এ টাকা বাদির পরিবারকে আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত টাকা বাদিকে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া এ মামলায় ব্যবহার যোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতি হওয়ার কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত।