এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে বরকলের কৃতিত্ব ধরে রাখলেন শ্বাশতী
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটি বরকলে পশ্চাৎপদ এলাকায় নির্মল প্রকৃতির মাঝে বেড়ে উঠা মেয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে পরিবারের সুনাম ও বরকলের কৃতিত্ব ধরে রাখলেন বিজ্ঞান বিভাগের ছাত্রী আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমার কন্যা শ্বাশতী চাকমা। সে লালমাটিয়া মহিলা কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশে মেয়ের জিপিএ ৫ অর্জনের বিষয়টি ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা নিশ্চিত করেন।
শুধু এইচএসসিতে জিপিএ ৫ নয়,এসএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি ও গ্রেড পয়েন্ট ৪.৮৩, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও মেধা বৃত্তি,পিএসসি পরীক্ষায় মেধা বৃত্তি অর্জন করেছেন।
শ্বাশতী চাকমার পিতা সুবিমল চাকমা জানান,আমার একটি চাওয়া আমার মেয়ে মানুষের মত মানুষ হয়ে মানবিক মূল্যবোধের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তবে সকল শিক্ষার্থীদের জন্য বার্তা দিতে চাই, মনোবল ও ইচ্ছা শক্তি, লক্ষ্য ঠিক রেখে অধ্যায়ন করলে ভালো ফল পাওয়া যায়। দুটো জিনিস এক সাথে বিকাশ হয়না।তাই সকল শিক্ষার্থী অহেতুক চিন্তা না করে,,যার যার অধ্যবসায় এ মনোনিবেশ করা দরকার।
শ্বাশতী চাকমা জানান,এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে বাবা- মায়ের মুখ উজ্জ্বল করতে পেরে নিজেকে ধন্য এবং গর্ববোধ করছি। তাছাড়া আমার কৃতিত্ব অর্জনে সব কিছুতেই অবদান ছিল পরিবারের মা ও বাবার। একজন শিক্ষার্থীকে বাবা-মার যেটুকু উৎসাহ ও সহযোগিতা দেয়া দরকার আমিও সেই উৎসাহ ও সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের সময় তেমন একটা পড়ার সুযোগ হয়নি। পরবর্তী করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তিন মাস পড়াশোনা সুযোগ হয়েছিল। যার পরিশ্রমে আজ কৃতিত্ব অর্জন। শিক্ষা জীবনে কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন করা সম্ভব। আর বরকলের সব শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরো বলেন,আমাদের লালমাটিয়া মহিলা কলেজে এইচএসসি পরীক্ষায় মোট ৩৬৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ। এরমধ্যে ৩৬০ জনের কৃতকার্য এবং গোল্ডেন এ প্লাস পেয়েছেন ১৫৩ জন।