বান্দরবান কৃষিতে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে- পার্বত্য মন্ত্রী
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানে বিভিন্ন উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি মেশিন ও জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা পরিষদ হল রুমে ও আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে কৃষক সমবায় সমিতি মাঝে ১টি ট্রাকটর ও ৪ টি পাওয়ার টিলার মেশিন ও লেমুঝিড়ি আগা পাড়া সমবায় সমিতির ২শত ৮৪ পরিবার মাঝে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি মেশিন বিতরণ বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে জেলা ট্যুরিষ্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার,নির্বাহী প্রকৌশলী জিয়ায়ুর রহমানসসহ সর্বসাধারণ ও প্রিন্ট ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য বান্দরবান এখন কৃষিতে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে,পাহাড়ের কোথাও এক ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না। বিগত সময়েও জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের মাধ্যমে জেলার পাশাপাশি উপজেলার পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে সেলাই মেশিন, গবাদিপশু ও বিভিন্ন কৃষি উন্নয়ন সামগ্রী বিতরন করা হয়েছে।