[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

হাইকোর্টের নির্দেশে মাটিরাঙ্গার আরো ৬ ইটভাটা বন্ধ ঘোষনা

৫০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা আরো ৬ ইটভাটা সীলগালা করে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এনিয়ে মাটিরাঙ্গায় চলমান ১২টি ইটভাটা সীলগালা করে দিল মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

অভিযানকালে লাইসেন্স বিহীন অবৈধ ৬ ইটভাটাকে সিলগালা করে দেয়া হয়। এসময় ইটভাটাগুলোতে হাইকোর্টের নির্দেশনা সম্বলিত ব্যানার ও লাল পতাকা উড়িয়ে দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে এসব ইটভাটাসমূহের মালিকদের ইট প্রস্তুত, জ্বালানি কাঠ পোড়ানো এবং শ্রমিকদের কাজ করাসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ইটভাটায় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় লাইসেন্স বিহীন ইটভাটা বন্ধে দায়ের করা এক রীটের শুনানী শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ দেন।