মানিকছড়ির দুই ইটভাটা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মহামাণ্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুইটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার তুলাবিল এলাকার সেলিম এন্ড ব্রাদার্স ও পান্নাবিল এলাকার থ্রী স্টার নামের দুই ইটভাটায় সিলগালা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার অবৈধ ইটভাটা দুটির যাবতীয় কার্যক্রম বন্ধে ঘোষণা করা হয়েছে।