[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় হাইকোর্টের নির্দেশনায় দুটি অবৈধ ইটভাটা সিলগালা

৫৮

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্ট আদেশে দুটি ইট ভাটা বন্ধ ঘোষনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলাধীন এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এর নেতৃত্বে ০২ টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট ভাটাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় তিনি এডিবি ব্রিক ফিল্ড ও মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স নামক ইট ভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ ছাড়াও এ সময় অপর দুটি ইট ভাটায় স্থগিত আদেশ থাকায় সেখানে নিয়ম মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে বলা হয় বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার সব অবৈধ ইট ভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দু’ সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে। আদালত আরেক আদেশে লাইসেন্স ছাড়া পরিচালনা করা সব ইট ভাটার তালিকা আগামী ছয় সপ্তাহের মধ্যে তৈরি করে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য তিন জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদফতরের পরিচালক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।