মানিকছড়ির তিন ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর, ২নং বাটনাতলী ও ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদদের নব-নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিন ইউপিতে নির্বাচিত ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণকে উপজেলা পরিষদ টাউন হলে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও ওসি তদন্ত মোঃ ইলিয়াস হোসেন, দ্বিতীয়বারের মত নির্বাচিত ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, নবনির্বাচিত ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সচিব মোঃ মোসারফ হোসেন মজনু, মোঃ আব্দুল হাকিম, মোঃ সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ও ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।