বরকলে মাসব্যাপী মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার যুবদের নিয়ে মাসব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রূপক কুমার বড়ুয়া, বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের বিকল্প নেই। আগ্রহ নিয়ে মৎস্য প্রশিক্ষণ নিলে ভবিষ্যতে মৎস্য চাষে সফলতা লাভ করা সম্ভব। এছাড়া প্রশিক্ষণ গ্রহণের পর পারিবারিকভাবেও সহজ পদ্ধতিতে মৎস্য চাষ করা যায় বলে উল্লেখ করেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। সভায় মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।