[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

সন্ত্রাসীদের গুলিতে সেনা হত্যার প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন

৭৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সামপ্রতিক সময়ে বান্দরবনের রুমা উপজেলায় সেনা টহলের উপর সশস্ত্র সন্ত্রাসী কতৃক গুলিবর্ষণে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান’কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানিকছড়ি উপজেলা শাখা নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) সকালে মানিকছড়ি উপজেলার মহামুনি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আমতল সড়কে মানববন্ধে মিলিত হয়। এ সময় পাহাড়ে সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরণ ও পাহাড়ে অশান্তি সৃষ্টির দায়ীদেরকে আইনের আওতায় আনার দাবীতে নানা স্লোগান দেন।

পাবর্ত্য নাগরিক পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি জাহিদ হাসানের সঞ্চালনায় ও মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ মোকতাদের হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সহ-সভাপতি এস, এম হেলাল, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, মহিলা পরিষদের সভাপতি হাসিনা বেগম, নাগরিক ছাত্র পরিষদের জেলা আহবায়ক মোঃ সুমন হোসেন। এতে মানিকছড়ি উপজেলা আহব্বায়ক মোঃ সাহাব উদ্দিন ও সদস্য সচিব মোঃ কাউছার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহলে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলিবর্ষণে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান’কে হত্যা করা হয়। এর কিছু দিন পূর্বে মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন যুবলীগ নেতা ইমান হোসেনকেও অবহরণ করা হয়েছিল এবং তাকে মোটা অংকের চাঁদার বিনিময়ে ফেরত দিয়েছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এছাড়াও কয়েক মাস আগে উপজেলার ঢাকাইয়া শিবির এলাকা থেকে এক প্রবাসী পূত্রকে অবহরণ করে নিয়ে গেলেও তার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। এছাড়াও প্রতিনিয় সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজে পাহাড়ের আঞ্চলিক সংগঠনকে চাঁদা দিতে হয়। তারপরও থেমে নেই তাদের অপহরণ, খুন, গুম ও চাঁদাবাজিরমত নানা অপকর্ম। সেনা সদস্য হত্যার মধ্য দিয়ে তারা আবারও পার্বত্য অঞ্চলকে অশান্ত করে তোলার পায়তারা করছে।