বান্দরবানে ৩টি মাদক মামলায় জব্দকৃত ইয়াবা ধ্বংস
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে বিভিন্ন সময় অভিযানে আটককৃত ৩টি মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চত্ত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় মোহাম্মদ মাহবুবুর রহমান এর নির্দেশনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক সভাপতিত্বে মাদকদ্রব্যগুলো ধ্বংস করেন।
এসময় জেলা কোর্ট মালখানার সি.এস.আই মোঃ গিয়াস উদ্দিন হাসান,জি.আর.ও,মোঃ কাউছার, কোর্ট মুন্সি মোঃ আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ইয়াবা মাদকগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো মামলা নং ৪, ১৫, ৬ সহ আটককৃত ইয়াবা মোট ৯ হাজার ২শত ১০ পিস ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৭ লক্ষ ৬৩ হাজার টাকা।