[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীররাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষ বজলুর করিমরাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত

৪৭

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দুই ইউনিয়নে পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাগণের শপদ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি ৪ জন ও থানচি ৪ জনসহ মোট আটজন নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং সদর ইউনিয়নে মেহ্লা অং মারমা, ২নং তারাছা ইউনিয়নে উনুমং মারমা, ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তংচগ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়নে চনুমং মারমা।

থানচি উপজেলার শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন, ১নং রেমাক্রী ইউনিয়নে মুশৈথুই মারমা, ২নং তিন্দু ইউনিয়ন ভাগ্য চন্দ্র ত্রিপুরা , ৩নং সদর ইউনিয়নে অংপ্রু ম্রো, ও ৪নং বলিপাড়া ইউনিয়ন জিয়া অং মারমা।

প্রধান অথিতি ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগনদের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।