[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাগরিক জেঠারা দাবি করিয়াছেন সত্য হউক মিথ্যা হউক এই মনিকার বিশ্রী কান্ডের মূল উৎপাঠন করনের দরকার

৮২

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

আকাশ জেঠা কহিলেন, বান্দরবানের রুমার বথিপাড়ায় সন্ত্রাসী আর সেনাবাহিনীর সদস্যদের গালাগুলি ঘটনায় নিহত তিন সন্ত্রীকে বেওয়ারিশ ধরিয়া বৌদ্ধ শ্মশানে দাফন করিয়াছে। সন্ত্রসীগোর হুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবও নিহত হইয়াছেন। পাহাড়ের শান্তিরক্ষার কাজে নিয়োজিত সেনা সদস্য হত্যা সন্ত্রাসীগুষ্টির মূলউৎপাঠন করা জরুরী বলিয়া স্থানীয় জেঠা-জেঠিরা আহ্বান জানাইয়াছেন। তাইনেরা আমাগো পাহাড়ের সীমান্ত এলাকাগুলাইনও মজবুত করিতে আহ্বান করিয়াছেন। কথা হইলো সন্ত্রাসীগোর এই ঔদত্যপূর্ন্য আচরণ দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হইতেছে, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলেন, বান্দরবানের চাইর কিলোমিটার সড়ক তৈরী পঁচিশ গ্রামের মানুষের ভাগ্যের বদল হইতেছে। ২০২১ সালের জানুয়ারী মাসে শিলেরতুয়া হইতে রূপসীপাড়া সড়কের উন্নয়ন কাজ শুরু হইয়াছিল। উন্নয়নের কাজের অংশ এলজিইডির প্রকৌশলীরা এ সড়কের কাজ চালাইয়া যাইতেছেন। কথা হইলো কাজ হইয়াছে পরে বদনাম যাহাতে না হইয়া পড়ে হেই দিখে খেয়াল রাখিয়াই করিতে হইবে। বহুতেতো কাজের কাজেও অকাজের চিত্র ফুটিয়া উঠে, চিন্তায় আছি…

হক জেঠা কহিলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ সীমান্ত এলাকায় মিয়ানমারের দুই দলের মইধ্যে গোলাগুলির ঘটনায় সীমান্তের জেঠা-জেঠিরা চরম দুঃশ্চিন্তার পড়িয়াছে। এই ঘটনায় বেশ ক’জন নিহত হইয়াছে বলিয়া সীমান্ত এলাকার জেঠা-জেঠিগোর ধারনা। আমাগো বিজিবির জোয়ানরা ঘটনার পর হেইখানে সতর্ক অবস্থানে রহিয়াছে। কথা হইলো পাহাড়ের হ¹ল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করিতে হইবে না হইলে এধারকা মাল ওধার, ওধারকা মাল এধার হইয়া আমাগো সীমান্তের জেঠা-জেঠিগোর জীবন জিবীকা ভয়ের হইয়া পড়িবে, চিন্তায় আছি…

তঞ্চঙ্গ্যা জেঠা কহিলেন, আবাধ্য তিন যুবক দেশীয় মদ বেশী করিয়া খাইয়া পরে বাতি না নিভাইয়া ঘুমাইতে গেলে রাইতে আগুন ধরিয়া তিন যুবকের দুই যুবক পরপারে গিয়াছে। আধাপোড়া যুবক হাসপাতালে জীবন লইয়া টানাটানি করিতেছে। কথা হইলো কম মদে শরীল ভালা তয় বেশী মদে শ্মশানে জ্বলার চিত্র পরিস্কার হইলো। আমাগো সমাজের বেশী মদখাওয়াদের এই হইতে শিক্ষা লওনেরও দরকার, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলেন, খাগড়াছড়ির রামগড়ে মসজিদের ছাদ হইতে পড়িয়া এক নির্মাণ শ্রমিকের মার্মান্তিক মৃত্যু হইয়াছে। গেল বুধবার তাইনে মসজিদের কাজ করিতে যাইয়া অসতর্কতা অবস্থায় নিচে পড়িয়া গেলে শ্রমিক রাজুর মৃত্যু হয়। কথা হইলো হ¹ল কাজের কাজ হইলো আগে সতর্ক থাকন না হইলে নিজের আর অপরের বিপদ কাঁদেই পড়িবে, চিন্তায় আছি…

বাপ্পি জেঠা কহিলো, আমাগো রাঙ্গামাটির মেয়র আকবর জেঠারে লইয়া যুব মহিলালীগের নেত্রী দাবি করিয়া মনিকা আক্তার রাজধানীর প্রেস ক্লাবে বিশ্রী বিশ্রী সংবাদ প্রকাশ করাইয়াছে। এইসব ঘটনা লইয়া রাঙ্গমাটি জেলা আওমামীলীগের মইধ্যে বহুতে তেলে বেগুনে জ্বলিতেছে। আবার মহিলালীগ প্রেস নোট দিয়া কহিলেন মনিকা নেত্রীও নয় কোন কমিটিতেও নাই। আবার নোট ছাড়িয়াছে মনিকারে রাঙ্গামাটিতে আবাঞ্চিত করা হইয়াছে। কুইশান হইলো তাহলে মনিকা কে। যা মনে হইতেছে আকবর জেঠারে লইয়া তলে তলে বহুতে সত্য মিথ্যা শত্রুতা পাকাপোক্ত করিয়াছে। আমাগো নাগরিক জেঠারা দাবি করিয়াছেন সত্য হউক মিথ্যা হউক এই বিশ্রী কান্ডের মূল উৎপাঠন করনের দরকার, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলেন, হাই কোর্ট এর আদেশে অবশেষে অনুমোদনহীন ইটভাটা বন্ধ করিতে প্রশাসনের কর্তারা এখুন মাঠে নামিয়াছেন। কাপ্তাইয়ে টানা দশ বছর অবৈধভাবে ইটভাটা চলিয়া আসিলেও প্রশাসনের হুঁস আছিলো না। যেই আদালত চরম আদেশ করিয়াছেন তাইনেগোর চোখে পড়িতেছে। কথা হইলো প্রমাসন না দেখনের কারনে ইটভাটার মালিকরা দশ বছর পরিবেশের ক্ষতি করিয়াই আসিয়াছে। পোলাপানের যা ক্ষতিতো হইয়াছেই। কথা হইলো পরিবেশ বিরোধী এইসব কাজে আগেই হাঁটিতে হয় না হইলে পড়ে হ¹লের জইন্যই গর্ত তৈরী হইয়া পড়ে, চিন্তায় আছি…

দহেন জেঠা কহিলো, খাগড়াছড়ির ধর্মসুখ বিহারের বিহারাধক্ষ্যকে কে বা কাহার হত্যা করিয়া পলায়ন করিয়াছে। এই ঘটনা লইয়া হেইখানে চরম উত্তেজনা দেখা দিয়াছে। গেল শুক্রবার চট্টগ্রামেও ঘটনার পুতিবাদে বিক্ষোভ করিয়াছে সতেন ও বৌদ্ধ সমাজ। কথা হইলো এই ধর্মগুরুরে যারাই হত্যা করুক তার কঠোর শাস্তি নিশ্চিত করিতে হইবে না হইলে আরো ঘটনার জন্ম দিয়া চলিবে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা গান ধরিয়াছে, মনের জানালা ধরিয়া উঁকি দিয়া গেছে, যার চোখ তারে আর মনে পড়ে না। ধরার বাঁধনে তারে ধরাও পড়ে না। তয় জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। বহুতে নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। যোগ হইয়াছে ইউপিতেও ফটাফাটি। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৬ ফেব্রুয়ারী, ২০২২ খ্রিঃ