[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

হাই কোর্টের আদেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে ম্যাজিষ্ট্রেটগণ

খাগড়াছড়ির ৪ উপজেলায় ১৮ ইটভাটায় আদালতের অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা

৮১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির দিঘীনালা, মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলার ১৮টি ইটভাটায় অভিযান চালিয়ে গত দুদিনে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার সেলিম এন্ড ব্রাদার্স পক্ষে মোঃ সিরাজুল ইসলাম’কে ৭০ হাজার টাকা ও পান্নাবিল’র থ্রি স্টার’র পক্ষে মোঃ রুহুল আমিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

এ দিকে রামগড়ের দাতারাম পাড়া এলাকার পাঁচ ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে মেঘনা-১, মেঘনা-২, আপন, জনতা ও এসএস নামে পাঁচটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

অন্যদিকে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিঘীনালা উপজেলার চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এ সময় এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমানকে ৮০ হাজার টাকা, কেবিএম-১’র পক্ষে রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা, সেলিম এন্ড ব্রাদার্স’র ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা ও কেবিএম-২’র রাকিব উদ্দিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকার নতুন পাড়া, হাতিয়া পাড়া এবং ইসলামপুর এলাকায় এবিএম ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা, এসআরটি ইটভাটাকে ১ লক্ষ টাকা এবং আরআরআর ইটভাটাকে ৭০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

অন্য দিকে বিকেলে রামগড় উপজেলার ফেনীরকুল এলাকার ব্রিকফিল্ডের মালিক হাফেজ আহাম্মদ’কে ৮০ হাজার, নুর ইসলাম’কে ৭০ হাজার, মোস্তফা ভূঁইয়া’কে ৬০ হাজার ও সদুকার্বারীপাড়ার আবদুল মান্নান’কে ৭০ হাজার টাকা জরিমানা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

ভ্রাম্যমান আদালত পরিচালনা সূত্রে জানা যায়, এসব ইটভাটায় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারা লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে এসব ভাটা মালিককে উক্ত জরিমানা করা হয়েছে।