[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

আইমাছড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক দুই কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

১৫৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আইমাছড়া ইউনিয়ন পরিষদ। রবিবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আইমাছড়া ইউপি কার্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের ছাত্র সতেজ চাকমা ও ছাত্রী হিরোসী চাকমা কে এ সংবর্ধনা দেয়া হয়।

আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বিশেষ অতিথি বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, জিপিএ ৫ হলো শিক্ষার্থীদের অলংকার মাত্র। বরকলে প্রথম বারের মতো দুই কৃতি শিক্ষার্থীর মাধ্যমে জিপিএ ৫ অর্জন হয়েছে। এটি বরকলবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে বরকলে শিক্ষার্থীরা আরো ভালো করুক এ প্রত্যাশা রাখেন। কৃতিত্বকে গুরুত্ব দিয়ে মানুষ যাতে অনুপ্রাণিত হয় সেক্ষেত্রে সকল শিক্ষার্থীর পড়াশোনা করা দরকার।

প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন, বরকল উপজেলায় এসএসসি পরীক্ষায় এ প্রথম জিপিএ ৫ পেয়ে দুই শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন যা বরকলবাসীকে গৌরবান্বিত করেছে। তাছাড়া ছাত্র হিসেবে যেটুকু বৈশিষ্ট্য থাকা দরকার এ দুই শিক্ষার্থীর মধ্যে রয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধূলা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা বিভিন্ন ক্ষেত্রে দুই শিক্ষার্থীর মধ্যে উপস্থিত রয়েছে। কৃতিত্ব অর্জনের জন্য যে শিক্ষার্থীদের আইমাছড়া ইউপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে সত্যি সাধুবাদযোগ্য। এ ধারা যেন ভবিষ্যতে বজায় থাকে এ প্রত্যাশা রাখেন প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।