কাপ্তাই কেপিএম মন্দিরের ঘন্টা চুরি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির হতে দুইটি ঘন্টা চুরি হয়ে গেছে। শুক্রবার রাতে মন্দির হতে ওই ঘন্টা দু’টি চুরি হয়েছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক। চুরি হওয়া ঘন্টা দু’টির মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানান।
মন্দিরের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী জানান শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছিল। আমি মন্দিরের পাশের ঘরে শুয়ে ছিলাম। চোরের দল রাতে দেওয়াল টপকে মন্দিরে প্রবেশ করে মন্দিরে সামনে হতে দুইটি ঘন্টা চুরি করে নিয়ে যান।
মন্দির কমিটির সদস্যরা জানান, আমাদের মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে,আমরা সেটা দেখে এবং পরবর্তী আইনী ব্যবস্থা নেব।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চুরির বিষয়ে থামায় কোন অভিযোগ করে নাই। অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেবো।