[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে ৩১ জন নারী পেল অটোমেটিক এমব্রয়ডারী মেশিন

১২৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ-আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় নারী উন্নয়নের জন্য ৪ ইউনিয়নের প্রশিক্ষিত ৩১ জন নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে এসব মেশিন বিতরণ ও উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা।

অটোমেটিক এমব্রয়ডারী মেশিন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউপি চেয়ায়ম্যান মোঃ নাছির উদ্দিন বিএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ায়ম্যান কফিল উদ্দিন বিএসসি,সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, সাবেক চেয়ায়ম্যান ফোগ্য মার্মা, উপজেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী এনুচা মার্মা, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাঃ সম্পাদক শামশুল আলমসহ প্রমুখ।

নারীদেরকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে নারীদের আন্তঃ সামাজিক উন্নয়নের জন্য অটোমেটিক এমব্রয়ডারী সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,নারীরা সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখতে পারবে।