[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

নতুন আঙ্গিকে রাঙ্গামাটিতে তপোবন জুয়েলার্স এর যাত্রা শুরু

৫৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

‘তৈরিতে আধুনিক প্রযুক্তি,খাঁটিতেই আমাদের শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অত্যাধুনিক রূপে উন্নত নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যয়ে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্বর্ণ জগতের পথিকৃৎ তপোবন জুয়েলার্স। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র বনরূপাস্থ আলিফ মার্কেটের প্রথম তলায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তপোবন জুয়েলার্স এর দোকান উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু ছৈয়দ,রাঙ্গামাটি জুয়েলার্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মৃদুল দও, সাধারণ সষ্পাদক অঞ্জন ধর, আলিফ মার্কেটের মালিক আরমান চৌধুরী পুতুল, তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ক্রেতারা।

এই শাখাটিতে গ্যারান্টি সহকারে KDM দ্বারা দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেট হলমার্ক যুক্ত অলংকার প্রস্তুতকারক গোল্ড নেকলেস সেট, গোল্ড ইয়ার রিং, গোল্ড লকেট সেট, গোল্ড আংটি, গোল্ড চুরি, গোল্ড পায়েল, গোল্ড চেইন , গোল্ড নাকফুল, আংটি ও অনেক ধরনের গোল্ড জুয়েলারি পাওয়া যাবে।

তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর জানান, জুয়েলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে ১০০% গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার তৈরী করা হবে এবং মানসম্মত রেডিমেইড স্বর্ণ, অলংকার পাওয়া যাবে।