নানিয়ারচরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ৪টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা তপন কান্তি চাকমা প্রমুখ৷
পরে নবনির্বাচিত এসকল মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি। এসময় মেম্বারগণ আগামী ৫বছর নিজ এলাকায় জনগনের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সকল ইউপি সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।