কাপ্তাই রাইখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ির নোয়াপাড়াতে তথ্য আপার উঠান বৈঠক হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপার আয়োজনে উঠান বৈঠক হয়।
কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহামিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম উঠান বৈঠকে স্থানীয় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে বলে জানান।