বীর মুক্তিযোদ্ধা নেয়ামত আলী জনকল্যাণে ও মানব সেবায় জাগ্রত ছিলেন-দীপংকর তালুকদার এমপি
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী মৃত্যুর আগ পর্যন্ত এলাকার জনকল্যাণে ও মানব সেবায় কাজ করে গেছেন। তিনি ছিলেন মাটি ও মানুষের জাগ্রত চেতনার একজন বিবেক। বেঁচে থাকার আগমুর্হুতে রাজস্থলীর আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে রাজস্থলী উপজেলাবাসীর অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রবিবার (৩০ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া শফিপুর এলাকায় মরহুম প্রবীন আওয়ামী লীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণের প্রয়াতের বাড়ীতে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা এর সভাপতিত্বে সভায় শোক বক্তব্য রাখেন, মরহুমের ছোট ছেলে সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা। এ সময় শোক সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পুলক চৌধুরী, ছাত্রলীগের সভাপতি,অংসুইচিং মারমা, (বিজয়) সহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, মুক্তিযোদ্ধা চলাকিন একজন গর্বিত সদস্য ছিলেন হাজী নেয়ামত আলী। পাশাপাশি তিনি প্লাটুন কমান্ডার দায়িত্বশীলে একজন পারদর্শী ছিলেন। আমি তার অকাল মৃত্যুতে শোকাভিভূত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।