উন্নয়ন কাজে দাবীকৃত চাঁদার জন্য বাকবিতন্ডা
খাগড়াছড়িতে উপজেলা আ’লীগ সভাপতিকে হত্যা চেষ্টায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরাকে দিন-দুুপুরে গুলি করে হত্যার চেষ্টাসহ মারধরের অভিযোগ উঠেছে প্রসীতপন্থী ইউপিডিএফের বিরুদ্ধে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া ইউনিয়নস্থ চেলাছড়াপাড়া পূর্ব ও পশ্চিম পাশে চেঙ্গী নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদরস্থ পেরাছড়া ইউপির চেলাছড়াপাড়া নদীর পূর্ব ও পশ্চিম পাশে চেঙ্গী নদীর ওপাড়ে উন্নয়ন কাজের অংশ যাত্রী ছাউনী ও বক্স কালভার্ট করার বিষয়ে সরেজমিনে দেখতে যান খাগড়াছড়ি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মোহাম্মদ মাসুদুর রহমান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সনজীব ত্রিপুরাসহ কয়েকজন। এ সময় এলাকায় অবস্থানে থাকা ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর কয়েকজন সশস্ত্র সদস্য দাবীকৃত চাঁদা আদায়ে জন্য আসলে তার সাথে বাকবিকন্ডার এক পর্যায়ে মারধর করে মাটিতে ফেলে দেয়। লাঞ্চিত করার এক পর্যায়ে পিস্তল দিয়ে গুলি করলে ধস্তাধস্তির ফাঁকে দুই রাউন্ড গুলি করলেও ম্যাগজিন মাটিতে খুঁলে পড়ে যাওয়ায় তিনি প্রাণে রক্ষা পায় বলে দলীয় সূত্র নিশ্চিত করে।
মারধার ও হত্যার চেষ্টার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে। তবে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে-হত্যার চেষ্টা ও হামলার দায় অস্বীকার করে ঘটনাটি মিথ্যা অপপ্রচার করে দাবী করেন প্রসীতপন্থী ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অগ্য মারমা।
এ ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তৎপরতা ও টহল জোরদার করতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী অপু, দলের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা।
বিকেলে এ ঘটনার প্রতিবাদে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উত্তপ্ত হয়ে উঠে খাগড়াছড়ির রাজপথ। অবিলম্বে অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচীসহ ইউপিডিএফ এর বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারী জানান জেলা আওয়ামীলীগের নেতারা। এঘটনার পর জেলা জুরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। তবে আইনসৃংখলা বাহিনী নিরাপত্তার লক্ষ্যে সজাগ রয়েছে।