রাঙ্গামাটি পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের নিন্দা ও প্রতিবাদ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে কিছু সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা- সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা যুবলীগ।
বৃস্পতিবার (২৭জানু) বিকেলে রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ্য করা হয়, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে সামজিক যোগাযোগ মাধ্যম কিছু ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা-বানোয়াট সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে যা আমাদের দৃষ্ঠিগোচর হয়েছে।
এতে আরো বলা হয়, কোন অপপ্রচারের মধ্য দিয়ে জেলা যুবলীগের ঐক্য কোনভাবে নষ্ট করা যাবে না। সকল ধরনের অপশক্তিকে জেলা যুবলীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পরাজিত করবে। এ ষড়যন্ত্রমূলক এমন ঘৃণ্য অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের পক্ষথেকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।