জাতি-ধর্ম ভেদাভেদ নয় আমরা সবাই মানুষ- ওসি মোঃ নাছির উদ্দিন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
জাতি,ধর্ম ভেদাভেদ না করে আমরা সবাই মানুষ মনে করতে হবে। শুক্রবার(২৮ জানুয়াির ) বিকালে উপজেলায় ওপেন হাউজ ডে উপলক্ষে বরকল থানা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য এসব কথা বলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।
বরকল মডেল থানা উপপরিদর্শক(এসআই) অভি গুপ্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন বরকল ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আবু বক্কর।
বক্তব্য ওসি বলেন,শহর এলাকার তুলনায় পার্বত্য এলাকা তথা বরকলের জনসাধারণ অনেকটা শান্তি প্রিয়।আর শান্তি প্রিয় বলে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে বলে তেমন একটা শোনা যায়নি।কিছু কিছু মানুষের মধ্যে ঝামেলা হয় এটা স্বাভাবিক। তবে এই ঝামেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক,জাত,ধর্ম বিভেদ সৃষ্টি করা উচিৎ নয়।বরং উভয়ের মধ্যে বোঝাপড়া করে সমাধান করা উচিৎ বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। তাই বিপদে আপদে সকল সমস্যা সমাধানে পাশে থাকবে বরকল থানা পুলিশ।সেইসাথে বর্তমান প্রজন্মকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সুপরামর্শ দেন ওসি মোঃ নাছির উদ্দিন।
এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শুভ মালা চাকমা,বরকল ইউপি ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য মাসাপ্রু মারমা সহ বরকল মডেল থানার পুলিশসদস্যবৃন্দ,ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।