শপথ গ্রহণ শেষে রাঙ্গামাটির ৪ ইউপি চেয়ারম্যান আটক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে শপথ গ্রহন শেষে রাঙ্গামাটির ৪টি ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে পুলিশ আটক করেছে। আটক চেয়ারম্যানদের বিরুদ্ধে চারটি মামলার রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আটকের পর আসামীদের আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন আদালত।
আটককৃতরা হলেন, রাঙ্গামাটি সদর কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট চেয়ারম্যান প্রমোট খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।
থানা সূত্রে জানা গেছে, আটক আসামীদের বিরুদ্ধে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা সহ অন্যান্য মামলা রয়েছে। সম্প্রতি চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে নির্বাচিত হন। পরে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে শপথ গ্রহন করতে আসেন। মামলা থাকায় শপথ গ্রহন অনুষ্ঠান শেষে পুলিশের একটি দল তাদেরকে আটক করেন।
রাঙ্গামাটি কোতয়ালী থানার এস আই সাগর বড়ুয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে রাঙ্গামাটি লংগদু থানায় দুইটি মামলা এবং নানিয়ারচর থানায় একটি মামলা রয়েছে। চারজনই ওয়ারেন্টভুক্ত আসামি। আটককৃতদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।