বান্দরবানে পৌর মেয়রসহ ৪জনে বিরুদ্ধে গ্রেফতারের আদেশ
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারের আদেশ দিয়েছেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সোমবার (২৪ জানুয়ারি) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়।
তারা হলেন, পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, মাহাবুর রহমান, নাছির উদ্দিন, মেয়র একান্ত সচিব আশুতোষ দে, শেখ ফরিদ উদ্দিন, মোঃ মিলন। বাদীপক্ষের আইনজীবী কাজী মহোতুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, নারী নির্যাতন, ভাঙচুর, বেআইনি সমাবেশের অভিযোগে ২০২১ সালের ১৮ জুন মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, মাহাবুর রহমান, নাছির উদ্দিন, আশুতোষ দে, শেখ ফরিদ উদ্দিন, মোঃ মিলনসহ সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন রেহেনা আক্তার নামের এক নারী। আদালত অভিযোগ গ্রহণ করে ওসিকে (ট্যুরিস্ট পুলিশ) তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে নাছির উদ্দিন, আশুতোষ দে, শেখ ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে প্রতিবেদনে নারাজি দেন বাদী রেহেনা আক্তার।
মামলার অদিক তদন্তে মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার মেয়রসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর একান্ত সহকারী আশুতোষ দে বলেন, রেহেনা আক্তার নামের এক নারী মামলা করেছিলেন।