পার্বত্য এলাকায় শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছেন- দীপংকর তালুকদার এমপি
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য এলাকায় শিক্ষার মানোন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সুবলং ইউনিয়নে নব নির্মিত মিতিঙ্গ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সাংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি এসব কথা বলেন।
মিতিঙ্গ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিলন শংকর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সুবলং সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার প্রতিনিধি মেজর নূর উদ্দিন আহম্মাদ, সুবলং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ইকবাল উদ্দিন, সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে এবং পার্বত্য এলাকা উন্নয়ন সমৃদ্ধি করতে বর্তমান প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। পার্বত্য এলাকায় অপরাজনীতি বাদ দিয়ে দেশের উন্নয়নে জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ সহ মিতিঙ্গ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় দুঃস্থ পরিবার কে কম্বল ও ছাত্র ছাত্রীদের মাস্ক বিতরণ করেন এমপি দীপংকর তালুকদার।
সভার শুরুতেই মিতিঙ্গাছড়ি নব নির্মিত প্রাথমিক বিদ্যালয়, সুভলং উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ১ম তলা একাডেমি ভবন, কারিগরী ভবন এবং সুভলং উচ্চ বিদ্যালয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করন সহ স্কুলের আসবাবপত্র সরবরাহ প্রকল্প এর উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় অতিথিবৃন্দরা অংশগ্রহণ করেন।