[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ঘন্টার মধ্যে ২ ধর্ষক গ্রেফতারনায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বালু জব্দ

৩৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা গোমতি ও বেলছড়িতে বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর, হাজীপাড়া এবং বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গোমতি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তিনটি স্থানে কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে বালু জব্দ করে স্পট তিনটিতে লাল পতাকা টাঙানো হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী চক্র পালিয়ে যায়।

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। অভিযানকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ ও গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।