[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে র্তণমূলের প্রত্যাখ্যান

নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে মানিকছড়িতে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

১০৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

দীর্ঘ ৬ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির’র আহব্বায়ক কমিটি গঠন করা হলো। ২০১৬ সালে গঠিত মানিকছড়ি উপজেলা বিএনপি’র দীর্ঘ দিনেও দলকে সুসংগঠিন ও ঐক্যবদ্ধ করতে চাইলেও নানা কারণে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে একাধিকবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাছাড়া প্রতিনিয়ত দলের অভ্যান্তরে বিভাজন সৃষ্টি হওয়ায় বর্তমান কমিটিকে ভেঙ্গে দীর্ঘ ২১ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মোঃ এনামুল হক এনাম’কে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। কমিটিতে সাধারণ সম্পাদকের অনুসারীদেরকই বেশির ভাগ প্রাধাণ্য দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পদবঞ্চিত দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা নেতাকর্মীদের।

যার ফলে ঘোষিত কমিটিকে একতরফা দাবী করে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র পদবঞ্চিত শীর্ষ নেতাদের একাংশ উক্ত কমিটি প্রত্যাখ্যান ও আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা দিয়ে সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম. এ করিম। এ সময় সাবেক কমিটির সহ-সভাপতি মোঃ আরব আলী, মোঃ মুজিবুল হক বাহার এবং ঘোষিত কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ইব্রাহীম খলিল আল ফরিদীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় তিনশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম. এ করিম বলেন, উপজেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের চলমান কার্যক্রমে দলের বির্তকিত নেতা ও বর্তমান কমিটির আহবায়কের অনুসারীদের পরাজয় দেখে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়াকে ভুল বুঁঝিয়ে ও তৃণমূল নেতকর্মীদের কোনো মতামত না নিয়ে এবং বিএনপি’র গঠনতন্ত্র উপেক্ষা করে গত ২০ জানুয়ারি একতরয়ফা একটি আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপি। এ কমিটিতে দলের সঙ্গে জড়িত থাকা দীর্ঘনের বহু ত্যাগি ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। এটি একটি পকেট কমিটি। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান ও আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গঠিত এক একতরফা কমিটি বাতিলের দাবী জানাচ্ছি। অন্যথায় আগামীতে আরও বড় ধরণের কর্মসূচী ঘোষণা করার কথা জানিয়েছেন এ নেতা।