বকেয়া বেতন লইয়া পোলা মাইয়ার পড়ালেখা যদি বকেয়া থাকিয়া পড়ে তয় শিক্ষা জটেওতো পড়িবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
হোসেন জেঠা কহিলো খাগড়াছড়ির মানিকছড়ি উপুজিলায় ওয়ার্ডার ছাড়াই দুই কলেজের ভর্তি কাইর্যক্রম লইয়া বেতালে পড়িয়াছে শিক্ষার্থী জেঠা-জেঠির দল। ঐ দুই কলেজের মালিক নাকি সরকারি কলেজের গ্রন্থাগারিক রশিদুল জেঠা। চাকুররিস্থানে ফাঁকি দিয়া নিজ পুতিষ্ঠান লইয়া ব্যস্ত। তাইনের এইসব কলেজে পাঠদান লইয়া শিক্ষার্থী জেঠা-জেঠির দল বেকায়দায়। যা মনে হইতেছে এই জেঠা লোভ করিতে যাইয়া হ¹লেরেই লাটে তুলিয়া ছাড়িবে। আমাগো নির্বাহী জেঠার উচিৎ হইবে এই বেতালের পুরিস্থিতি তালে আনিতে, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, বান্দবানের লামা উপুজিলার লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষক না থাকনের কারনে হেইখানে শিক্ষা ব্যবস্থার চরম ঘাটতি হইতেই আছে। মাস্টারগনও ফাঁকি, উঁকি ঝুঁকি মারিয়া যে যার মতন করিয়াই এলাকা ছাড়িতেছে। হেড মাস্টারের আদেশ অনাপত্তি না চাহিয়া শিক্ষা অধিপ্তরের কর্তারা নাকি হেইখান হইতে মাস্টার বদলি করিয়াই যাইতেছে। এ অত্যাচার হইতে মুক্তি পাইতে শিক্ষার্থী অভিভাবকরা টানা এক যুগ ধরিয়া আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি দিয়া কাজের কাজ শুইন্য। বিদ্যালয়ে ৩৫ শিক্ষকের মইধ্যে নাকি ৫জনই আছে। হেইখানে স্কুল-শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী হ¹ইল বেহাল দশার মইধ্যে রহিয়াছে। যা মনে হইতেছে তাঁগো অবস্থা হেড মাস্টরে তোঁয়ারে তোঁয়ার, চিন্তায় আছি…
হালদার জেঠা কহিলো, ক্যাপ্টেন গাজী হত্যার আসামীরে আটক করিয়াছে যৌথবাহিনীর সদস্যরা। গেল মঙ্গলবার গোপন সংবাদ পাইয়া নানিয়ারচর উপুজিলার হাজাছড়ি এলাকা হইতে গাজী হত্যার আসামী জিতুরে অস্ত্রসহ আটক করিতে সক্ষম হইয়াছে। জিতু বহু বছর ধরিয়াই পলাতক রহিয়াছিল। তাঁর বিরুদ্ধে আরো বহুত মামলা রহিয়াছে বলিয়া পুলিশ জেঠারা কহিলো। কথা হইলো
কবির জেঠা কহিলো, আঠার মাসের বকেয়া বেতনের দাবিতে কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষকরা বেতনের দাবিতে মানববন্ধন করিয়াছে। গেল মঙ্গলবার তাইনেরা ক্লসা ছাড়িয়া রাস্তায় দাঁড়াইয়াছে। বেতনের লগে তাঁগো চাকুরি রাজস্বখাতে অন্তর্ভুক্তি করনেরও দাবি জানাইয়াছে। নানান দুর্যোগের মইধ্যে বেতন ছাড়া আঠার মাস পার করণও মুশকিল। বেচারা শিক্ষকের দলের এই অবস্থাতো বেশী দিন চলমান রাখিলে সমস্যা বাড়িতেই থাকিবে। যা ভয় হইতেছে, বকেয়া বেতন লইয়া পোলা মাইয়ার পড়ালেখা যদি বকেয়া থাকিয়া পড়ে তয় শিক্ষা জটেওতো পড়িবে, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো লামায় মায়ের সাথে অভিমান করিয়া মাইয়ার আত্মহত্যায় পরিবার সমাজ উভয়রেই চরম বিপদে ফেলিয়াছে। হাতের কাজ শিখিতে চাইলে মায়ের না অবস্থার কারনে নুরন্নাহার অভিমানে এই কাম করিয়াছে। কথা হইলো অভিমান নিজ আর সমাজের মানেরও ক্ষতি করিয়া বসে। তয় হ¹ল ক্ষেত্রেই এইসব মানিয়া চলনের দরকার, চিন্তায় আছি…
বিকাশ জেটা কহিলো, খাগড়াছড়ির রামগড়ে লম্পট নাঈম বেড়ানোর কথা বলিয়া এক কিশোরীরে জোরপূর্বক ধর্ষণ করিয়াছে। ঐ কিশোরী রামগড় থানায় মামলা করিলে পুলিশ জেঠারা ধর্ষক নাঈমরে ধরিতে তদন্ত চালাইতেছে। ধর্ষিতার পরিবার কহিলো প্রেমের সম্পর্ক করিয়া কৌশলে তাঁগো কিশোরীরে বেড়াইতে যাইবার কথা বলিয়া পরে ধর্ষক তার আত্মিয়ের বাড়িতে নিয়া জোরপূর্বক তারে ধর্ষণ করে। কথা হইলো এইসব অঘটনের বিষয়ে পুলিশ আর সমাজরে কঠোর হইতে হইবে না হইলে পুঃন পুঃন ঘটিতেই থাকিবে, চিন্তায় আছি…
বিকাশ জেঠা কহিলো, খাগড়াছড়ির বহু ইপুজিলায় মাধ্যমিক ইস্কুলের অভাব রহিয়াছে। পোলাপাইন প্রাইমারী পার করিয়া পরে আটকিয়া যাইতেছে। বিদ্যালয় সংকট লইয়া অভিভাবক শিক্ষার্থী মহা চিন্তায় পড়িয়াছে। সচেতনরা এলাকার শিক্ষানুরাগী সমাজ সেবকগোরে আহ্বান জানাইয়াছে শিক্ষা পুতিষ্ঠান গড়িয়া তুলিবার জইন্য। তয় আমাগো কুজেন দাদুতো শিক্ষার জইন্য দয়াবান তাইনের স্মরনাপন্ন হওনের দরকার, চিন্তায় আছি…
হোসেন জেঠা কহিলো, কাপ্তাইয়ের চিৎমরম এলাকায় স্বামী পরিত্যক্ত এক গৃহবধুরে গাছের লগে বান্ধিয়া এক লম্পট ধর্ষণ করিয়াছে। এই ঘটনা লইয়া হেইখানের চংড়াছড়ি এলাকায় সামজিক গেঞ্জাম চলিতেছে। ব্যাটা বদমাইশ দেশ সমাজের ক্ষতি কারক হইয়া দাঁড়াইয়াছে। পুলিশ জেঠারা ধর্ষকরে ধরিতে তল্লাসীতে নামিয়াছে। কথা হইলো দেশের নারীগোর যেই অবস্থা তাহাতে হায়নার দলের এইসবরে চরম শাস্তি দেওনের দরকার, চিন্তায় আছি…
আথিক জেঠা কহিলো, করোনা-১৯ এর ছোট ভাই ওমিক্রণ লইয়া রাঙ্গামাটিরে রেড জোন ঘোষণা করিলেও পর্যটকরা তা মানিতে চাহে না। তাইনেরা চরকার মতন ঘুরিতেছে। গেল শুক্রবার শহরের শিশু পার্কে যাই দেখিয়াছি পার্কে শিশুর চাইতে কিশোর, কিশোরী, যুবক, যুবতী, লগে বিয়াতিগোর সংখ্যায়ই বেশী। আমাগো প্রশাসন রাইত আটটারপর দোকানপার্ট বন্ধ রাখনের কথা কহিলেও লাভেরতো কিছুই না। বহুতে কহিলো দিনের বেলায় করোণা ছড়াইতেই আছে আর রাইতের আটটায় বন্ধ করনের লাভতো ঠিকই করোণারই হইতেছে, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা গান ধরিয়াছে, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি। তয় জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। যোগ হইয়াছে ইউপিতেও ফটাফাটি। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৩ জানুয়ারী, ২০২২ খ্রিঃ