পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫৮
আগে-ভাগে না হাঁটিলে পরে পস্তাইতে হইবে,কুটি কুটি টাকার প্রতারক মুজিব আবারো জেলে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫৮ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ্ব নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউগ্গা, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….
মা’জননীগো, পাহাড়ের উন্নয়নে ধাপে ধাপে মানই বাড়িতেছে। তয় বহু উন্নয়নের কাইজ কামেতো লটকাইয়া রাখিয়াছে। মাদার ডিস্ট্রিক্টের লংগদুর আলম দাদু কহিলো তাইনের ইসলামপুর ভাসাইন্যাদম ইউনিয়নে জিলা পুরিষদের কুটি টাকার বাস্তবায়িত দুই ফুট ব্রিজ, বান্দরবানের লামার রফিক দাদু কহিলো, উন্নয়ন বোর্ড এর তিন কুটি টাকার ব্রিজ থাকিয়াও মই দিয়াই পার হইতেছে পাহাড়ের দাদু দিদিরা। খেপা বহুতে কহিলো ব্রিজ হইলেও শেষাংশ ঝুলিতেছে মোরা হ¹লই লটকাইতেছি, উন্নয়ন সংস্থা খালি কয় এইবার হইবে। বান্দরবনের পাহাড়ের নালায় খাদে ঝিরি ঝর্ণায় মাদক কারবারীগোর শক্ত আস্তানা গড়িয়া উঠিয়াছে। বহুতে টেক্স পাইয়া যুব সমাজরে তলে তলে প্যাকসার করিয়া ছাড়িতেছে। আমাগো ঠান্ডা মাথার স্বারষ্ট্র দাদু বিধি ব্যবস্থার কি লইবেন তার হদিসও নাই। হেই পাহাড়ে ক’দিন পর পরই ইয়াবার বড় বড় চালান ধরা খায়। পাহাড়ের বিজ্ঞ বহুতে কহিলেন হেইখানের খবরাখবর বহুত আপুনার কর্ণেও যায় না।
মা’রে সমীর দাদু কহিলেন কাপ্তাই হ্রদের পাড়-চর দখল করিতে করিতে হ্রদের বর্গফুট সংকুচিত হইয়া গিয়াছে। বহুতে পুতিযুগিতার মতন দখল করিতে করিতে হ্রদ, নদী-নালা-খাল-বিল-ঝিরি-ঝর্ণার বেহাল দশা। আমাগো নদী কুমিশনের আইন আদেশরেও মূল্য নাই হইয়া যাইতেছে। পৌরসুভার নগর উন্নয়নের বাসা বাড়ির ল্যাট্রিনও হ্রদের তলদেশে পুতিত হইয়াছে। রাজনীতিরে পুঞ্জি বানাইয়া খালি দখল আর দখল চলিতেছে। আমামীলীগের বহুত চেলাচামুন্ডাও জড়িত বলিয়া দলের খেফাগোর আপুত্তি। কাপ্তাই হ্রদের পানি দুষিত হইতেইে আছে। দাতাগোর অর্থ ব্যর্থতায় পুরিণত হইতেছে। হ্রদ রক্ষায় প্রশাসন আছে নাই কুইশান উঠিয়াছে। আগে-ভাগে না হাঁটিলে পরে পস্তাইতে হইবে। মা’গো কাপ্তাই হ্রদ লইয়া ভাবিতে আপুনার দরবারে বহুতের মিনতি। বিজ্ঞরা কহিলো কাপ্তাই হ্রদ মিঠা পানির যোগান হইয়া থাকিবে।
মা’জননীগো ইউনিয়ন পুরিষদের নির্বাচনে যেইভাবে লাটি-সোঁটা গুলির খেলা ভবিষ্যৎ পুরিস্থিতির কি হইবে ভাবনের দরকার। ইউনিয়ন নের্তৃত্ব লইয়া যে তুলকালাম চলিতেছে তাহাতে দেশ বিদেশে আমাগো ভাবমুর্তির অবনুতিই হইতেছে। লালমনির হাটে নির্বাচিত সদস্যর অত্যাচারে পরপারে আনোয়ার, ইউপিতে দেশে কি তামাশা না হইতেছে। নাসিক র্বিাচন লইয়া বহুতের চাপা ভয় হাসিতেই কাটিতেছে। মা’রে খুনি সেলিম যদি বাউলের বেশ ধরেও আকাম চালাইয়া যায় তয় শয়তানের দলের কোন বিশ্বাস নাই। চাঁন্ধা না দেওনের কারনে ঢাবি শিক্ষকেরও লাশ হইতে হইলো। নারী শিশুতো প্রদিনই ধর্ষণের শিকার হইতেছে। বরিশালে তরুনীর ধর্ষণ মামলায় মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপুতি কর্পোরেশনের কাউন্সিলর কামাল মোল্লারেও আটক করিয়াছে পুলিশ। এই লম্পটমার্কা নেতাগোর কারনে মানতো ডুবিতেছেই। মা’রে নতুন করিয়া বিশ্ববিদ্যালয় লইয়া শিক্ষার্থী দাদু-দিদিরা রাস্তায় তাইনেগরো বাপ-মা নির্ঘুম রাইত কাটায়। নাঈম দাদু কহিলো উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্ষিার্থীরা রাস্তা দখল করিয়াছে। দেশের চবি,রাবি,শাবিসহ উচ্চ শিক্ষা পুতিষ্ঠান লইয়া ভাবনের দরকার।
মা’রে ইসি লইয়া কারো অর্জন কারো বর্জন রাষ্ট্রপতির সহিত রাজনৈতিক দলগুলাইনের সংলাপেতো দেশের দাদু-দিদিরা প্রাণ খুঁজিতেছে। তয় খেয়াল রাখিতে হইবে আইজজ্যা তুই এখুন বাইত জা অবস্থা না হয় মতন। তারমইধ্যে করোনা-ওমিক্রণের বাড়াবাড়িতেও নানান কুইশানের জন্ম দিতেছে। স্বাস্থ্য আইনের বিধিনিষেধের জোর দিতে ওয়ার্ডার দেন হুট করিয়া সব দিক কড়া চালাইলে অসহায় দাদু-িদিদিগোর পুরিস্থিত বেহাল দশায় পতিত হইবে। ঝুঁকিপূর্নদের মেজরটি পার্সেন্ট টিকা লইয়াছে তয় মহা ভয়তো কাটিয়াছে। মনে হইতেছে ওমিক্রন লইয়া ভয় নাই। দেশের অর্থনীতির চাক্কা সচ্চল রাখিতে ছোট ছোট উদ্যোগ উদ্যোক্তাদের আয় রোজগার বন্ধ হইলে মহা বিপদ ঘটিবে। এমনিতেই বিগত লকডাউন দেশের অর্থনীতির উপর চরম ব্যঘাত ঘটিয়াছে। দেশর পাচারকৃত অর্থ, খেলাপী ঋণ আদায়ে ষ্ট্রীম রোলার চালাতে দ্রুত উদ্যোগী হন। বিচার বিভাগেও কিছু দূনীর্তিবাজ বাসা বান্ধিয়াছে, হেই সব ভাঙ্গিয়া দিতে হইবে। এইবার অভিনেত্রী শিমুর বস্তাবন্দী লাশ। মা’গো আপুনারে কহিয়াছিলাম চিত্র জগতে একটু ঘুঁটা দেন।
মা’গো খান দাদু কহিলেন এইবার এহসান গ্রুপের একশো এক কুটি টাকা পাচারের ঘটনায় ফতুর হইয়াছে দেশের লাখো লাখো ধর্মপ্রাণ দাদু-দিদিরা। আবার হোসেন দাদু কহিলো শিল্পকলার ডিজি সিন্ডিকেট করিয়া শত কুটি টাকা লুটিয়াছেন। দেশের উন্নয়নে অর্থনীতির চাকারে টানিয়া ধরিতে ঘাটে ঘাটে তল্লাসী চালাইতে ওয়ার্ডার করেন। সানি দাদু কহিলো রাজধানীর আপগ্রেইডিং প্রকল্পের আরাম আয়েশ হ¹লই আছে কাজের কাজতো নাকি বিষফোঁড় হইয়াছে। এইভাবে চলিতে থাকিলে ঋণের আটশ আশি কুটি টাকা আরাম আয়েশ আর গাড়ি হাঁকাহাঁকিতেই ইতি হইয়া যাইবে। মা’গো গোটা দেশের পুরসভার মেয়রগোর তথ্য তালাশ লইতে মাঠে গুরিন্দা ছাড়িয়া দেন। খেপা ব্যবসায়ী বহুতে আভিযোগ করিয়াছে সুযোগ থাকিলেও হেইখানে ব্যবসা নাই। যারা ক্ষমতায় তলে তলে তারাই ব্যবসায়ী। আপুনি জাঁগোরে ক্ষমতায় বসাইয়াছেন অধিকাংশরাইতো লুটপাট আর দেশের টাকা পাচার করিয়াছে। সাড়ে তের কুটি টাকার গমের হদিশ লইয়া কুইশান উঠিয়াছে। সড়কে বেপরোয়া প্রানহানি বিভিন্ন পুতিষ্ঠানের মাসোহারাও দায়ি বলে কহিলেন রেজা দাদু। গ্যাস বিদ্যুৎ লইয়া দামের টানাটানিতে অসহায় দাদু-দিদিগোর মাথায় হাত উঠিতেছে। বাতেন গুম নাকি অন্যকিছু তাইনের মেয়েরতো হাসিও বন্ধ হইয়া গিয়াছে।
মা’গো পত্রপুত্রিকার পাতা খুলিলেই দেখা যাইতেছে আমাগো মা-বোনদের উপর রক্তচোষা জোঁকের দলের আক্রমন কিভাবে চলিতেছে। তয় দেশের নারীর উপর যেই বিভৎস ঘটনা চলিতেছে এইসবের বিচার দ্রুত করিতে কড়া ওয়ার্ডার দিবেন। নূর দাদু কহিলো অর্থ লুট, নারী ধর্ষণ, হত্যা, প্রতিহিংসা পরায়ন রাজনীতিতে বলির পাঁটা হইতেছে সাধারনরা এইসব বিষয়খানা লইয়া দয়া করিয়া কঠোর অস্থানে যাইবেন। বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হইতেছে। মহা মহা জঘন্য ঘটনায় দেশের উন্নয়নের চিত্র চাপা পড়িতেছে। এইভাবে চলিতে দেওন যাইবে না, সময় থকিতেই লাগাম টানেন। তয় আমাগো বিচার বিভাগ দেশের শান্তি সৃংখলা রক্ষায় কঠোর দায়িত্ব পালন করিতেছে। আমাগো মহিলা পুরিষদের দাবি গেল একুশ সালে দেশে শুধু সাড়ে বরোশ শিশু ধর্ষণের শিকার হইয়াছে।
চাঁটগায় জলবদ্ধতা নিরসনে বাড়তি হাজার কুটি টাকার চাহিদা কাজের গতির নিশ্চতারও দরকার। প্রিমিয়ার এক্সসরিজের সাড়ে চইদ্দ কুটি টাকার কর ফাঁকির ঘটনা বহুতেরললাটে ভাঁজ। শিল্প মেলায় লটারীর নামে দাদু-দিদিগোর পকেট কাটিতেছে। হোসেন দাদু কহিলো, বহাদ্দার হাটের বাজার লইয়া চাঁন্ধাবাজ সিন্ডিকেটের কব্জায় পড়িয়া ব্যবসায়ী, আড়তদার, মজুদদার দিসাহারা হইতেছে। কিশোর গ্যাংক, যুব গ্যাংকতো ব্যপরোয়া। রোহিঙ্গ্যা সন্ত্রাসীরাতো ব্যপরোয়া হইয়াছে। ঘুমধুমে র্যাবের হাতে অস্ত্র সহ চার যুবক আটক। রোহিঙ্গ্যা ক্যাম্পে কড়া নজর বাড়াইতে আদেশ করেন। মাল্টিপারপাসের নামে কুটি কুটি টাকার প্রতারক মুজিবের মতন বাকিদেরও টান দিতে ওয়ার্ডার করিবেন। মাদক বন্ধে কক্সবাজারে চালইন দিয়া ছাঁকিতে আদেশ করেন। মাদকে দাঁড়ি নয়, কমা নয়, এক্কেবারে পুলিস্টপ দিতে আদেশ করিবেন। হাইকোর্ট এর সার্কিট বেঞ্চ মানুষের কষ্ট লাঘব হইবে।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ২৩ জানুয়ারী, ২০২২ খ্রীঃ