রাজস্থলীর বাঙালহালিয়াতে ৩ দিন ধরে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়াতে গত ৩ দিন ধরে বাঙালহালিয়া সরকারি কলেজের উম্যানু (২২) নামক এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এ নিখোঁজের ঘটনায় তিন দিন পর তার বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। গত ১৫ জানুয়ারী শনিবার সকাল ৮ টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক বাংলা চৌধুরী পাড়া এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, নিখোঁজ উম্যানু মারমা, বান্দরবানে বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে একা বের হয়। দু দিন ধরে ঘরে ফিরে না আসায় ও তার ব্যবহ্নত মোবাইল ফোন বন্ধ পাওয়াতে তার পরিবারের সদস্যরা চিন্তায় পড়েন। পরে তার সন্ধান না পেয়ে চন্দ্রঘোনা থানায় পুলিশের দ্বারস্থ হয়।
নিখোঁজ উম্যানুর পরিবার বলেন, মেয়ে কোথায় গেছে, কি উদ্দেশ্য গেছে কিছু বুঝতে পারছিনা। তারা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। নিখোঁজ শিক্ষার্থী বাঙাল হালিয়া ডাক বাংলা চৌধুরী পাড়ার মেদুক্যা মারমার বড় মেয়ে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিখোঁজ শিক্ষার্থীর ঘটনা সত্যি। তার পরিবার থানায় নিখোঁজ হয়েছে বলে ডায়েরী করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত করছি। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।