বরকলে করোনা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশে নতুন করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি বিষয়ে বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে শতভাগ করোনা টিকার আওতাভুক্ত করে করোনা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাছির উদ্দিন, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন সহ ৪৫ বিজিবি ও ১২ বিজিবি প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রথাগত হেডম্যান প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, দেশে নতুন করে করোনা ও ওমিক্রন নামক ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাঙ্গামাটিতেও অধিক হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।তাই বরকল উপজেলাকে করোনামুক্ত রাখতে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, সরকারের নির্দেশ মোতাবেক সকল জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। যারা এখনো টিকার আওতায় আসেনি তাদেরকে খসড়া তালিকা করার জন্য ইউনিয়নের জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।