বান্দরবানে পলিসি ল্যান্ডস্কেপ এনালাইসিস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে ডিএনসিসি ও পার্বত্য জেলা পরিষদ সহযোগীতায় পলিসি ল্যান্ডস্কেপ এনালাইসিস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে জেলা পরিষদ কনফারেন্স রুমে লিডারশীপ টু এনসিওর এডইকুয়েড নিউট্রিনশন (লীন) প্রকল্প আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান।
এসময় জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,লীন্ডস্কেপ এনালাইসিস জেলা ব্যবস্থাপক হিতৈসী খীসা, কনসাল্টর ডা. মনোরঞ্জন ধরসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও নবাগত চেয়ারম্যানগনহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে প্রেজেন্টেশন মাধ্যমে ব্যখ্যা প্রদান করেন ডা. মনোরঞ্জন ধর। পরে উন্মুক্তভাবে অতিথিবৃন্দরা মতামত প্রকাশ করেন।